ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটে কোটায় সাক্ষাৎকার ১৫ ডিসেম্বর 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
জবির ‘বি’ ও ‘ই’ ইউনিটে কোটায় সাক্ষাৎকার ১৫ ডিসেম্বর 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): ২০১৭-১৮ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ও ‘ই’ ইউনিটের অনার্স ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির জন্য কোটায় আবেদনকারীদের সাক্ষাৎকারের সূচি ঘোষণা করা হয়েছে। 

সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টায় কলা অনুষদের ডিন কার্যালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

বুধবার (০৬ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, কোটায় আবেদনকারীদের প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র, সনদ/প্রশংসাপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।  

মুক্তিযোদ্ধার সন্তানদের মনোনয়নের পর আসন শূন্য থাকা সাপেক্ষে মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা ভর্তিযোগ্য বিবেচিত হবেন।   

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে বলেও জানানো হয়েছে ওই প্রেসবিজ্ঞপ্তিতে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
ডিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।