ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে বর্জ্য ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
জাবিতে বর্জ্য ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা মতবিনিময় সভা-ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বর্জ্য ব্যবস্থাপনা কমিটি।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় সিনেট হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, ক্যাম্পাসের বর্জ্য সঠিক জায়গায় ফেলার জন্য সবাইকে আরও সচেতন হতে হবে।

বাইরের অতিথি এবং ক্যাম্পাসের সবাই যদি পরিবেশ সচেতন হয়ে ডাস্টবিন ব্যবহার করে তাহলে আমাদের প্রিয় ক্যাম্পাস আরও সুন্দর হতে পারে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

বর্জ্য ব্যবস্থাপনা কমিটির প্রধান অধ্যাপক মো. খবিব উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।