ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ড. জিনাত হুদা ঢাবির রোকেয়া হলের নতুন প্রাধ্যক্ষ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ড. জিনাত হুদা ঢাবির রোকেয়া হলের নতুন প্রাধ্যক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তার নিয়োগ সংক্রান্ত চিঠিতে উপাচার্য স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, রোকেয়া হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে ড. জিনাত হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে তিনি এখনো দায়িত্ব গ্রহণ করেন নি।

নতুন দায়িত্ব সম্পর্কে ড. জিনাত হুদা বাংলানিউজকে বলেন, আমি কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বেগম রোকেয়া স্বর্ণপদক পেয়েছি। সেই হলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গৌরবান্বিত।

তিনি আরো বলেন, বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। বর্তমান প্রধানমন্ত্রীও নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। আমিও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে ছাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে কাজ করে যাবো।

আগামী রোববার (০৩ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান তিনি।

প্রসঙ্গত ড. জিনাত হুদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. অহিদুজ্জামানের স্ত্রী।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।