ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
বাকৃবিতে মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। শূন্য আসন রয়েছে ৪২৭টি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি নেয়া হয়।
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, মেধা তালিকাভুক্ত ১২০০ জনের বিপরীতে ৭৭৩ জন ভর্তি হয়েছে।

শূন্য আসন থাকা শর্তে মেধা ও প্রদত্ত অপশন অনুযায়ী অটোমাইগ্রেশন সম্পন্ন করে শূন্য আসনের তালিকা আগামী ০৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর ২০১৭ তারিখ সকাল ১০টা থেকে বিকেল ০৪টার মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে।

ওই দিন রাত ৮টার মধ্যে রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য থেকে মেধাভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে।

১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্বাচিত প্রার্থীদের ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।

ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ৩০ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।