ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রংপুরে জাতীয় শিক্ষানীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
রংপুরে জাতীয় শিক্ষানীতি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা

বেরোবি (রংপুর): ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ বাস্তবায়নের লক্ষে রংপুরে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গণস্বাক্ষরতা অভিযান ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় বুধবার (২৯ নভেম্বর) রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেট এসোসিয়েশনের সভাপতি রক্তিম কুমার মিলনের সঞ্চালনায় এবং ব্র্যাকের রংপুর জেলা প্রতিনিধি আবু সাঈদ এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় ব্র্যাক কর্মকর্তা মফিজুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি ডিরেক্টর রাজশ্রী গাইন একটি প্রতিবেদন উপস্থাপন করেন। এসময় রংপুর জেলা শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নান কবীর (শিক্ষা ও আইসিটি), খন্দকার ইকবাল হোসেন (পিটিআই), বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, শিক্ষাবিদ রফিকুল হাসান, সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও কলামিস্ট ড. তুহিন ওয়াদুদ, একই বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষক উমর ফারুক, কারমাইকেল কলেজের শিক্ষক( অব:প্রা:) মলয়কৃষ্ণ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের খ্যাতনামা শিক্ষক-গবেষক, শিক্ষা কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে জাতীয় শিক্ষানীতি-২০১০ এর বাস্তবায়নে গুরুত্বারোপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯,২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।