ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে স্পিকার্স ক্লাবের যুগপূর্তি বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
শাবিপ্রবিতে স্পিকার্স ক্লাবের যুগপূর্তি বৃহস্পতিবার স্পিকার্স ক্লাবের যুগপূর্তি উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি ভাষা বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র দু’দিনব্যাপি যুগপূর্তি উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। 

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মহিউদ্দিন রুবেল।

আয়োজকরা জানান, দু’দিনব্যাপী অনুষ্ঠানে আনন্দ শোভাযাত্রা, আনন্দ আড্ডা, সেমিনার, খেলাধুলাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া দ্বিতীয় দিন শুক্রবার (০১ ডিসেম্বর) সভা, পুরস্কার বিতরণী, কমেডি শো ‘মিরাক্কেল’, ‘বে অব বেঙ্গল’ ও ‘রিম’ মিউজিক্যাল ক্লাব সঙ্গীতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মোক্ত থাকবে।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. রাশেদ তালুকদার।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।