ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভারতে শিক্ষাগ্রহণ করা শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ভারতে শিক্ষাগ্রহণ করা শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী’

ঢাকা: আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ভারতে শিক্ষাগ্রহণ করতে যাওয়া ও প্রাক্তন বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী’।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) যাত্রা শুরু করছে সংগঠনটি।

ওইদিন সন্ধ্যা ৬টায় ঢাকার ‘হাইকমিশন অব ইন্ডিয়া’য় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মৈত্রী’র যাত্রা শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের ওপর উচ্চশিক্ষা গ্রহণে ভারত যান। সেখানে শিক্ষাগ্রহণ করা এসব বাংলাদেশি শিক্ষার্থীদের এক প্লাটফর্মে আনার লক্ষ্যে কাজ করবে ‘মৈত্রী’।

মৈত্রী একটি অরাজনৈতিক ও অবাণিজ্যিক সামাজিক সংগঠন। এর প্রধান উদ্দেশ্য বাংলাদেশ থেকে ভারতে শিক্ষাগ্রহণ করতে যাওয়া প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে বর্তমানে ভারতে অবস্থানরত শিক্ষার্থীদের মেলবন্ধন স্থাপন করা। সদস্যদের সব ধরনের সামাজিক ও শিক্ষাগত সাহায্যে এগিয়ে আসবে এ সংগঠন।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশের সম্মান বৃদ্ধি এবং উন্নয়নেও কাজ করবে মৈত্রী।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।