ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি শহীদদের স্মৃতিফলক উদ্বোধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ঢাবি শহীদদের স্মৃতিফলক উদ্বোধন মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদদের সদ্য-নির্মিত স্মৃতিফলকের উদ্বোধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদদের সদ্য-নির্মিত স্মৃতিফলক এবং কলাভবন চত্বরের সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ স্মৃতিফলকের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলওয়ার হোসেন ও এস আই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা উপস্থিত ছিলেন।

 

এসময় ঢাবি উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন দেশের ইতিহাসের অংশ। এ রকম সমৃদ্ধ ইতিহাস পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা অনুদানের অর্থ দিয়ে শহীদ স্মৃতিফলক নির্মাণসহ কলাভবনের সামনের জায়গা, বটতলা, অপরাজেয় বাংলা সংস্কার করে আধুনিকীকরণ, সু-সজ্জিতকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ করেছি। ’

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।