ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে সাংস্কৃতিক জোটের মোমবাতি মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জাবিতে সাংস্কৃতিক জোটের মোমবাতি মিছিল জাবিতে সাংস্কৃতিক জোটের মোমবাতি মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘কালো দিবস’ উপলক্ষে মোমবাতি মিছিল করেছে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, দীর্ঘ ৭ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত অপরাধীরা ধারা ছোঁয়ার বাইরে।

নতুন শিক্ষার্থীদের কাছে এ দিনটি অজ্ঞাত হয়ে রয়েছে। তবে যারা সাংস্কৃতিক কর্মী তাদের কাছে এ দিনটি আলোকবর্তিকা হিসেবে কাজ করছে।  

এ ধরণের নেক্কারজনক অপকর্মের সঙ্গে যারা জড়িত ছিলো তিনি তাদের শাস্তি দাবি জানান বর্তমান প্রশাসনের কাছে।

মিছিলে সাংস্কৃতিক জোটের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয়।

কালো দিবস উপলক্ষে সাংস্কৃতিক জোটের কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ নভেম্বর (মঙ্গলবার) থাকছে আলোচনা সভা, জাহাঙ্গীরনগর থিয়েটার (অডিটোরিয়াম) প্রযোজনায় নাটক ‘চক্রব্যূহ’ ও জাহাঙ্গীরনগর থিয়েটার (টিএসসি) প্রযোজনায় থাকছে নাটক ‘একটি নন ফিকশন’। নাটক মঞ্চস্থ হবে সন্ধ্যা ৬টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র কক্ষে আগুন দেওয়ার ঘটনা স্মরণ করে বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের কর্মীরা প্রতিবছর ২৭ নভেম্বর ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।