ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির সঙ্গে আইসিএবি’র সমঝোতা চুক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জাবির সঙ্গে আইসিএবি’র সমঝোতা চুক্তি চুক্তি স্বাক্ষর-ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ সমঝোতা চুক্তি হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও আইসিএবি-এর পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি আবিদ হোসাইন খান সই করেন।

এই চুক্তির আওতায় জাবির একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা আইসিএবি-এর কোর্স করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।