ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে বিএনসিসি’র কার্যালয় উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
বেরোবিতে বিএনসিসি’র কার্যালয় উদ্বোধন 

বেরোবি,(রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কার্যালয় উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ। 

এ সময় উপাচার্য ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ে অংশ নেওয়া ২০ ক্যাডেটের হাতে সার্টিফিকেট তুলে দেন।  

বুধবার (২২ নভেম্বর) প্রশাসনিক ভবনে (নিচ তলা উত্তর পূর্ব দিকে অবস্থিত, কক্ষ নং-১১৯) এই কার্যালয় উদ্বোধন করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন-  লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও পিইউও (ভারপ্রাপ্ত) জুবায়ের ইবনে তাহের, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক ও পিইউও (ভারপ্রাপ্ত) যারীন ইয়াছমিন চৈতি, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক সামান্থা তামরিন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী।

কার্যালয়ের উদ্বোধন শেষে উপাচার্য বিএনসিসি’র অভিবাদন গ্রহণ করেন এবং ব্যাটালিয়ন ক্যাম্পিং-২০১৭ (প্রশিক্ষণকাল: ৫-১১ নভেম্বর, ২০১৭, স্থান: নীলফামারী সরকারি কলেজ) সফলভাবে সম্পন্নকারী ২০ সদস্যের (১২জন পুরুষ এবং ৮ জন নারী) ক্যাডেটদের হাতে সার্টিফিকেট তোলে দেন।  

বাংলাদেশ সময় ১৮৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।