ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে রিমের দু’দশক পূর্তি উৎসব শুক্রবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
শাবিপ্রবিতে রিমের দু’দশক পূর্তি উৎসব শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূলফটক (ফাইল ফটো)

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন ‘রিম মিউজিক্যাল ক্লাব’ এর ২০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি। শুক্রবার (২৪ নভেম্বর) এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করছে রিম।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রিমের সাধারণ সম্পাদক হাসিকুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল ১০টায় কেক কাটা ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে ‘রকটারনেটিভ’ শীর্ষক এ উৎসবের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, র্যাফেল ড্র, কনসার্ট ইত্যাদি।

 অনুষ্ঠানের শেষে থাকছে ঢাকা থেকে আসা ব্যান্ডদল আর্বোভাইরাস, ওনড এবং মেক্সানিকের কনসার্ট। ইতোমধ্যে রিম শাবি ক্যাম্পাসে বহু জনপ্রিয় কনসার্ট শো’র আয়োজন সম্পন্ন করেছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।