ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে বিজয় র‌্যালি ৩ ডিসেম্বর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ঢাবিতে বিজয় র‌্যালি ৩ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ৩ ডিসেম্বর (রবিবার) বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় পরিবার-সদস্যরা বেলা পৌনে ১১টায় অপরাজেয় বাংলায় জমায়েত হবেন।

বেলা ১১টায় অপরাজেয় বাংলা থেকে বিজয় র‌্যালিটি আরম্ভ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হবে।  

এরপর স্বাধীনতা চত্বরে বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে মুক্তির গান, বিজয়ের গান।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।