ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস. এম. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ‘অ’ ইউনিটের এএল অংশের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

যাতে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ।  

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফট এবং বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এএল অংশে মোট আবেদন পড়েছিল ৪ হাজার ৪৯২টি, যার বিপরীতে আসন সংখ্যা ১১৫টি।  

আবেদনকারীদের মধ্যে ৩ হাজার ৪৯৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।  

‘অ’ ইউনিটের এপি অংশের পরীক্ষা আগামী ২০ নভেম্বর, ‘ই’ ইউনিটে ২১ নভেম্বর, ‘ঈ’ ইউনিটে ২২ নভেম্বর এবং ‘উ’ ইউনিটে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।