ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভোলায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ৪৬১৮৪ পরীক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
ভোলায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ৪৬১৮৪ পরীক্ষার্থী

ভোলা: রোববার (১৯ নভেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ভোলায় ৪৬ হাজার ১৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩৮ হাজার ৬৬৭ জন ও ইবতেদায়িতে ৭ হাজার ৫১৭ জন শিক্ষার্থী রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক সমাপনীতে ৯১টি কেন্দ্র ও ইবতেদায়িতে ৮৩টি কেন্দ্র রয়েছে। জেলায় মোট বিদ্যালয় রয়েছে ১ হাজার ৪৪টি এবং ইবতেদায়ি ৩ শতাধিক।

প্রাথমিকের পরীক্ষার্থীর মধ্যে বালক ১৬ হাজার ৬৩৮ জন এবং বালিকা ২২ হাজার ২৯ জন। অন্যদিকে ইবতেদায়িতে বালক ৩ হাজার ২২৬ জন এবং বালিকা ৪ হাজার ২৯১ জন।

জেলার সাত উপজেলার ৯১টি কেন্দ্রে প্রাথমিকে মোট পরীক্ষার্থী ৩৮ হাজার ৬৬৭ জন। এর মধ্যে ভোলা সদরে ২০টি কেন্দ্রে ৮ হাজার ৩৮৫ জন, দৌলতখানের ১৫ কেন্দ্রে ৪ হাজার ১৩৩ জন, বোরহানউদ্দিনের ১২ কেন্দ্রে ৫ হাজার ১৮৯ জন, তজুমদ্দিনের ৫ কেন্দ্রে ২ হাজর ৪০ জন, মনপুরার ৫ কেন্দ্রে ১ হাজার ৩৬২ জন, লালমোহনের ১২ কেন্দ্রে ৬ হাজার ৪৬৯ জন এবং চরফ্যাশনের ২২ কেন্দ্রে ১০ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী।

অন্যদিকে ইবতেদায়িতে ৮৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭ হাজার ৫১৭ জন। এর মধ্যে ভোলা সদরের ১৫ কেন্দ্রে ১২৯৩ জন, দৌলতখানের ১২ কেন্দ্রে ৪৬৪ জন, বোরহানউদ্দিনের ১২ কেন্দ্রে ১২২৫ জন, তজুমদ্দিনের ৫ কেন্দ্রে ৩১৪ জন, মনপুরার ৪ কেন্দ্রে ২৮৪ জন, লালমোহনের ১২ কেন্দ্রে ১৩২৫ জন এবং চরফ্যাশনের ২২ কেন্দ্রে ২ হাজার ৬১২ জন পরীক্ষার্থী রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ। কেন্দ্রগুলোতে ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে। কোথাও কোনো সমস্যা নেই।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।