ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বরিশালে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন বরিশালে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

বরিশাল: শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল জেলা শাখা ত্রি-বার্ষিক সম্মেলন করেছে। 

বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

এ সময় সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুণ্ডর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক।

 

বিশেষ অতিথি ছিলেন- সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল।  

বক্তারা বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের কোনো বিকল্প নেই।  

সম্মেলনে বক্তারা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের লক্ষে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

বাংলা‌দেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।