ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুবির ‘বি’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
খুবির ‘বি’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অনুষ্ঠিত তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়।

‘বি’ ইউনিটের বিস্তারিত ফলাফল খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ku.ac.bd) এ পাওয়া যাবে।

এর আগে রোববার সন্ধ্যায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।

‘সি’ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। অবশিষ্ট ‘এ’ ইউনিটের ফলাফল দু’এক দিনের মধ্যে প্রকাশিত হবে।

খুবি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়:  ১৪৫০ ঘণ্টা,  নভেম্বর ১৩, ২০১৭
এমআরএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ