ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

শিল্পকলায় মঞ্চস্থ হবে জাবি থিয়েটারের 'টিনের তলোয়ার'

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
শিল্পকলায় মঞ্চস্থ হবে জাবি থিয়েটারের 'টিনের তলোয়ার' জাবি থিয়েটারের একটি নাটকের দৃশ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ করা হবে জাহাঙ্গীরনগর থিয়েটার পরিচালিত নাটক 'টিনের তলোয়ার'।

সোমবার (১৩ নভেম্বর) জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক ও নাটকটির নির্দেশক হাফিজুর রহমান রানা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির (সেগুনবাগিচা) স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে।

নাটকটি রচনা করেছেন উৎপল দত্ত। নাটকটি দেখার জন্য সবাইকে আহ্বান জানান হাফিজুর রহমান রানা।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ