ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে জেএসসি’র গণিত পরীক্ষায় অনুপস্থিত ৩২৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
নীলফামারীতে জেএসসি’র গণিত পরীক্ষায় অনুপস্থিত ৩২৮ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা (ফাইল ছবি)

নীলফামারী: নীলফামারীতে জেএসসি’র গণিত ও সাধারণ গণিত পরীক্ষায় ৩২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া একজনকে বহিষ্কার করা হয়েছে।

নীলফামারী জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মিন্টু বাংলানিউজকে জানান, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার নবম দিন রোববার (১২ নভেম্বর) জেলার ৬টি উপজেলায় ৩২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া ডোমারে পরীক্ষা কেন্দ্রে একজনকে বহিষ্কার করা হয়েছে।

এবারের পরীক্ষায় জেলায় এটিই প্রথম বহিষ্কার বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ