ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে ১০ জেলার পাসের হার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
যশোর বোর্ডে ১০ জেলার পাসের হার বোর্ড কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন-ছবি: বাংলানিউজ

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ১০ জেলার এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে খুলনা ও সর্বনিন্ম স্থানে রয়েছে মাগুরা জেলা।

রোববার (২৩ জুলাই) দুপুরে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

যশোর বোর্ডের ১০ জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে খুলনা জেলা, দ্বিতীয় স্থানে মেহেরপুর, তৃতীয় স্থানে সাতক্ষীরা, চতুর্থ স্থানে ঝিনাইদহ, পঞ্চম স্থানে কুষ্টিয়া, ষষ্ঠ স্থানে চুয়াডাঙ্গা, সপ্তম স্থানে যশোর, অষ্টম স্থানে বাগেরহাট, নবম স্থানে নড়াইল এবং সর্বশেষ দশম স্থানে রয়েছে মাগুরা জেলা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাসের হারে যশোর বোর্ডের সেরা খুলনা জেলার ৯৭টি কলেজের ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ২৪২ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৭৮ দশমিক ৬৬ শতাংশ।

দ্বিতীয় স্থান অধিকারী মেহেরপুর জেলার ১৯টি কলেজের ৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫২৬ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৭২ দশমিক ৬৭ শতাংশ।

তৃতীয় স্থান অধিকারী সাতক্ষীরা জেলার ৭০টি কলেজের ১ হাজার ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ২৬১ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ।

চতুর্থ স্থান অধিকারী ঝিনাইদহ জেলার ৭১টি কলেজের ১৩ হাজার ৮৬জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ২৩১ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৭০ দশমিক ৫৪ শতাংশ।

পঞ্চম স্থান অধিকারী কুষ্টিয়া জেলার ৬৫ টি কলেজের ১০ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ৫৬৯ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৬৯ দশমিক ৫৪ শতাংশ।

ষষ্ঠ স্থান অধিকারী চুয়াডাঙ্গা জেলার ২৩টি কলেজের ৫ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৫৯ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৬৭ দশমিক ৭৩ শতাংশ।

সপ্তম স্থান অধিকারী যশোর জেলার ১১৩টি কলেজের ১৭ হাজার ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৫৫৭ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৬৬ দশমিক ৮২ শতাংশ।

অষ্টম স্থান অধিকারী বাগেরহাট জেলার ৪৫টি কলেজের ৬ হাজার ৫৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ২৮৪ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৬৫ দশমিক ০১ শতাংশ।

নবম স্থান অধিকারী নড়াইল জেলার ২৫ কলেজের ৪ হাজার ৭২২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৯৫ জন। এ জেলার পাসের হার ৬৩ দশমিক ৪৩ শতাংশ।

সর্বশেষ দশম স্থান অধিকারী মাগুরা জেলার ৪০ কলেজের ৫ হাজার ৪৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২৭৮ জন উত্তীর্ণ হয়েছে। এ জেলার পাসের হার ৬০ দশমিক ১৬ শতাংশ।   

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।