ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫.৪৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫.৪৪ শতাংশ

দিনাজপুর: এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪৪ শতাংশ। 

রোববার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডর চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।  

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বাংলানিউজকে জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট ১ লাখ ৫৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এদের মধ্যে ৬৮ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। এর মধ্যে ৩৫ হাজর ২ জন ছেলে ও ৩৩ হাজার ৯৭০ জন মেয়ে রয়েছে।  

এ বোর্ডের এবারে ২ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৯১ জন ছেলে ও ১ হাজার ১৯৬ জন মেয়ে রয়েছে।  

এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৬টি স্কুলের কেউ পাস করেনি।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।