ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল ক্যাডেট কলেজে শতভাগ পাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বরিশাল ক্যাডেট কলেজে শতভাগ পাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: প্রতিবছরের মতো এবারও উচ্চ মাধ্যমিক (এইচএসসি)  পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে বরিশাল ক্যাডেট কলেজ। 

এ বছর অংশগ্রহণকারী ৫৪ পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার শতভাগ।

 

রোববার (২২ জুলাই) সকালে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে দুপুরে বরিশাল ক্যাডেট কলেজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।  

ফলাফলের জন্য শিক্ষকমণ্ডলী, ক্যাডেট, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান।  

তিনি বলেন, ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।