ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে সন্তোষজনক ফলাফল হয়নি ইংরেজিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বরিশাল বোর্ডে সন্তোষজনক ফলাফল হয়নি ইংরেজিতে

বরিশাল: ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় ইরেজি বিষয়ে সন্তোষজনক ফলাফল অর্জন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বোর্ডের সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য।

তিনি বলেছেন, প্রতিবছরই ইংরেজিতে পরীক্ষার্থীরা একটু খারাপ ফলাফল করে। তবে এবছর খারাপের পরিমাপটা একটু বেশি।

 

বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীরা এবছর ইংরেজিতে তুলনামূলকভাবে ভালো ফলাফল আনতে পারেননি। তাই বলা যায় ইংরেজি বিষয়ের কারণে এবারে পাসের হারে প্রভাব পড়েছে।

রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় এ কথা বলেন বোর্ডের সচিব সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য।

বরিশাল শিক্ষা বোর্ডে গত বছর পাসের হার ছিল ৭০.১৩ শতাংশ। এ বছর পাসের হার দশমিক ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ২৮ শতাংশে। তবে ইংরেজিতে ফলাফল ভালো হলে পাসের হার আরো বাড়তো।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।