ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাব দিলেন শিক্ষক খাদেমুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাব দিলেন শিক্ষক খাদেমুল

দিনাজপুর: দিনাজপুর শশরা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. খাদেমুল ইসলাম কর্তৃপক্ষের কারণ দর্শানোর নোটিশের জবাব লিখিত আকারে জমা দিয়েছেন।

শনিবার (২২ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমানের নিকট তার জমা দেন তিনি।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে খাদেমুল ইসলামকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়।

যার জবাব ২২ জুলাইয়ের মধ্যে দেওয়ার জন্য দিন বেধে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শনিবার (২২ জুলাই) বিকেলে খাদেমুল ইসলাম লিখিত ভাবে প্রধান শিক্ষকের নিকট জবাব হস্তান্তর করেন। লিখিত জবাব রোববার (২৩ জুলাই) দুপুরে পরিচালনা কমিটির মিটিংয়ে খোলা হবে। তার জবাবের উপর নির্ভর করবে আগামী প্রদক্ষেপ।

উল্লেখ, দিনাজপুর সদর উপজেলার শশরা উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শনিবার (১৫ জুলাই) গণিত পরীক্ষা চলাকালীন নবম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রশ্নপত্রের কপিসহ আটক করেন হল পরিদর্শক।

‘সে সময় ওই শিক্ষার্থী প্রশ্নপত্রটি বিদ্যালয়ের শিক্ষক খাদেমুল ইসলামের কাছ থেকে পেয়েছেন বলে জানান। ’

পরে ১৬ জুলাই বিদ্যালয় কমিটির জরুরি বৈঠকে ওই শিক্ষককে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলে পরদিন ১৭ জুলাই কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।