ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ২০১৭ সালের অনার্স ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সব শিক্ষার্থী কোনো প্রকার সেশনজট ছাড়াই তাদের অনার্স কোর্স শেষ করবে।

পরীক্ষা গ্রহণের যাবতীয় পূর্বপ্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। পরীক্ষা যথাসময়ে গ্রহণে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
আরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।