ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে বখাটে কর্তৃক ছাত্রী উত্যক্তের অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
শাবিপ্রবিতে বখাটে কর্তৃক ছাত্রী উত্যক্তের অভিযোগ অভিযুক্ত তিন বখাটে

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের নামে মানসিক নির্যাতনের ঘটনায় বখাটেদের বিচার দাবি করেছেন নৃবিজ্ঞান বিভাগের এক ছাত্রী।

বুধবার (জুলাই ১৯) বিকেলে তিন বখাটের নামে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ১ম বর্ষের ওই ছাত্রী। অভিযুক্তরা নৃবিজ্ঞান বিভাগের অধ্যয়নরত।

তারা হলো নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র মুক্তাদির হোসেন রিয়াদ, আদনান আহমেদ ও হাফিজুল ইসলাম।

লিখিত অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন ‘গত ১১ই জুলাই (মঙ্গলবার) রিয়াদ, আদনান, হাফিজ আমাকে শহীদ মিনারে ডেকে নিয়ে মানসিক নির্যাতন করে। পরে ১৭ই জুলাই (সোমবার) ফের আমাকে টার্গেট করে তারা ফের মানসিকভাবে হেয় প্রতিপন্ন করে। যার ফলে এক পর্যায়ে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং অজ্ঞান হয়ে গেলে বন্ধুরা আমাকে স্থানীয় রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করে। ’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিভাগীয় প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

যোগাযোগ করা হলে অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদ, হাফিজ অভিযোগ অস্বীকার করেছেন। তবে আদনানের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।