ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষা শুরু ১৯ নভেম্বর

ঢাকা: চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে ১৯ নভেম্বর। যা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত হয়েছে।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির জানান, অন্যবারের মতো এবারও প্রতিটি পরীক্ষা হবে আড়াই ঘণ্টার।

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে।  

ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

গত বছর ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা হয়েছিল।

পরীক্ষা সূচি
প্রাথমিক সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ তারিখ বাংলা, ২১ তারিখ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ তারিখ প্রাথমিক বিজ্ঞান, ২৩ তারিখ ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৬ তারিখ গণিত পরীক্ষা হবে।

আর ইবতেদায়ি সমাপনীতে ১৯ তারিখ ইংরেজি, ২০ তারিখ বাংলা, ২১ তারিখ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ তারিখ আরবি, ২৩ তারিখ কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ আর ২৬ তারিখ গণিত পরীক্ষা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭/আপডেট ১৫০৬ ঘণ্টা
এমআইএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।