ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ফিনটেক: দ্য বাংলাদেশ স্টোরি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
ফিনটেক: দ্য বাংলাদেশ স্টোরি ছবি: সুমন শেখ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বের সর্ববৃহৎ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কোম্পানি ‘বিকাশ’ তাদের সাফল্যের গল্প শোনাল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার (১৩ জুলাই) আইইউবি অডিটোরিয়ামে ‘ফিনটেক: দ্য বাংলাদেশ স্টোরি’ শীর্ষক সেমিনারে ছাত্রদের বিকাশের সাফল্যের গল্প শোনান প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
এ অনুষ্ঠানের আয়োজন করে ‘স্কুল অব বিজনেস অব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে’র (আইইউবি) ফিন্যান্স বিভাগ।


 
অনুষ্ঠানের শুরুতে বিকাশ প্রতিনিধিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. সারোয়ার উদ্দিন আহমেদ।
 
তিনি বলেন, দেশে যারা মোটামুটি শিক্ষিত বা যাদের আর্থিক অবস্থাভালো, তারা হয়তো সরকারি-বেসরকারি ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন। কিন্তু একেবারে প্রত্যন্ত এলাকার রুট লেভেল পযর্ন্ত সব মানুষের হাতেই পৌঁছে গেছে মোবাইল ব্যাংকিং। আর এ ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য দেখিয়েছে বিকাশ।
 
বিকাশের জেনারেল ম্যানেজার (অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট) সাঈদ নাসির তার সূচনা বক্তব্যে বলেন, ফিনটেক (ফিন্যান্স অ্যান্ড টেকনোলজি) ইন্ডস্ট্রিতে বিকাশ রীতিমত ইতিহাস সৃষ্টি করেছে। বাংলাদেশ তো বটেই বিকাশ এই মুহূর্তে পৃথিবীর সর্ববৃহৎ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কোম্পানি। এই মুহূর্তে ২৭ মিলিয়ন গ্রাহক বিকাশ সেবা গ্রহণ করছেন।
 
আইইউবি’র ফিন্যান্স বিভাগে অধ্যয়নরত ‍শিক্ষার্থীদের জন্য বিকাশে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোপূর্বে আইইউবি’র বেশ কয়েকজন ছাত্র বিকাশের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। আজকের ছাত্র, আগামীতে তাদের জন্যও বিকাশে কাজের সুযোগ রয়েছে।
 
বিকাশের ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রোডাক্ট অ্যান্ড সিএমএল) ফিনটেক (ফিন্যান্স ও টেকনোলজি) ইন্ডাস্ট্রি সম্পর্কে আইইউবি শিক্ষার্থীদের ধারণ‍া দেন।
 
তিনি জানান, ফিন্যান্স টেকনোলজি ইন্ডাস্ট্রিতে বিকাশ পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে। সে কারণেই আজকের সেমিনারে শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘ফিনটেক: দ্য বাংলাদেশ স্টোরি’।
 
বিকাশের হেড অব ট্রেজারি আদনান মেহেদী বলেন, ‌আমাদের সমাজে বিকাশ কীভাবে কাজ করছে। এই মুহূর্তে বাংলাদেশে প্রায় ২৭ মিলিয়ন গ্রাহক বিকাশের সেবা নিচ্ছেন। সারা দেশে ১ লাখ ৮৩ হাজার এজেন্ট রয়েছে বিকাশের। বাংলাদেশে এখন মোবাইল ব্যাংকিংয়ের অপর নাম হচ্ছে বিকাশ।
 
সেমিনারে ফিন্যান্স বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।