ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

জাপানিজ স্টাডিজ ঢাবির নতুন বিভাগ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
জাপানিজ স্টাডিজ ঢাবির নতুন বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘জাপানিজ স্টাডিজ বিভাগ’ নামে নতুন একটি বিভাগ খোলা হয়েছে।
 
 

বুধবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উক্ত বিভাগের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাতকে নিযুক্ত করেছেন।

তিনি তিন বছর দায়িত্ব পালন করবেন।
 
২০১৭-১৮ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত। তিনি বলেন, জাপান স্টাডি সেন্টারকে বিভাগে উন্নীত করার জন্য কাজ চলছিল। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লক্ষ্যমাত্রা পূরণ করে বিভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে এটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে যাত্রা শুরু করলো।
 
নতুন এ বিভাগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ সংখ্যা হলো ৮৪টি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭/আপডেট: ১৭৫০ ঘণ্টা
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।