ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন ওয়েবসাইট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন ওয়েবসাইট নতুন ওয়েবসাইট

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট তৈরি করা হয়েছে। 

এর ঠিকানা হচ্ছে- shed.gov.bd। ওয়েবসাইটটি থেকে এ বিভাগ সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি পাওয়া যাবে।

রোববার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

তারা বলেছে, পূর্বের ওয়েবসাইটের (moedu.gov.bd) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটেও প্রবেশ করা যাবে।

গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ নামে দু’টি বিভাগ গঠন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এমঅাইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।