ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

‘শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
‘শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত’

ময়মনসিংহ: শিক্ষার্থীরাই দেশ ও জাতির ভবিষ্যত বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন।

তিনি বলেন, এ বয়সটাতে শিক্ষক ও অভিভাবকরা তাদের যেভাবে গড়ে তুলবেন তারা সেভাবেই গড়ে উঠবে। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্বটাও তাদের ওপরই বর্তায়।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের হলরুমে ২০১৬ সালের বৃত্তিপ্রাপ্ত ৭২ শির্থীর মাঝে সনদ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এমএএএম/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।