ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

রাবির সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
রাবির সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অফিস সময়সূচি পুনঃনির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সময়সূচি অনুযায়ী শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি থাকবে। আগামী ১৬ জুলাই (রোববার) থেকে এ ছুটি কার্যকর হবে।

সোমবার (০৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাফতরিক কার‌্যক্রম চলবে।

দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি হবে শুক্র ও শনিবার।

বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি একদিন (শুক্রবার) চালু আছে। আর দাফতরিক কার‌্যক্রম চলে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর‌্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।