ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

গাজীপুরে ভাওয়াল মির্জাপুর কলেজের ওরিয়েন্টেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
গাজীপুরে ভাওয়াল মির্জাপুর কলেজের ওরিয়েন্টেশন

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ জুলাই) সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনামুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- কলেজের প্রতিষ্ঠাতা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন দুলাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  কলেজের উপ-অধ্যক্ষ মাহমুদুল হক, কলেজের গভর্নিং বডির সদস্য মো. ফজলুল হক মুসুল্লি, মো. সফিকুল ইসলাম সফি, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওজেশ আলী, সহকারী অধ্যাপক জাহিদ সরোয়ার, সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোশারফ হোসেন দুলাল বলেন, আমরা বাইরে বিভিন্নজন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও কলেজকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত রাখা হয়েছে। এখানে নির্মল, সুষ্ঠু প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশে লেখাপড়া হচ্ছে। এখানে শেখ রাসেল আধুনিক আইসিটি ল্যাব ছাড়াও লাইব্রেরি রয়েছে। প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষকদের শিক্ষাদান ও পরীক্ষা গ্রহণ পদ্ধতি অন্য প্রতিষ্ঠান থেকে উন্নত। ফলে প্রতি বছরই এ প্রতিষ্ঠানের ফলাফল ভাল হচ্ছে।

অনুষ্ঠানে গভর্নিংবডির সদস্য, শিক্ষকমণ্ডলী এবং অন্য বর্ষের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভোচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।