ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া/ছবি: কাশেম হারুন

ঢাকা: শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। সুন্দর ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয় ভালো শিক্ষা। বুধবার (২১ জুন) হোটেল রেডিসনে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোইট পিয়েরে লারামি এসব কথা বলেন।

তিনি বলেন, ভালো শিক্ষা দেওয়ার মতো কাজটি করে যাচ্ছে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল।

হাইকমিশনার বলেন, একটি দেশের প্রতিনিধি হিসেবে আমার অনেক অনুষ্ঠানে থাকতে হয়।

কিন্তু আমি এ অনুষ্ঠানে আসাকে অগ্রাধিকার দিয়েছি, কারণ হচ্ছে শিক্ষা।

ঢাকায় কানাডা মানের শিক্ষার একটি স্কুল আছে এটি খুবই আনন্দ দেয় আমাকে।

তিনি বলেন, শিক্ষা একটা ধারাবাহিক প্রসেস। ভালো ভবিষ্যতের ভিত গড়ে দেয় ভাল শিক্ষা। এ স্কুলটি গত দুই বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে মনে করেন হাইকমিশনার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, স্কুলের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, প্রিন্সিপাল ব্রুস ডেভিস, ড. জুদাইদুর রহমান।

গ্রাজুয়েট শিক্ষার্থীরা তাদের অভিভাবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়।

এ বছর দু’জন ছাত্র গ্রাজুয়েট হয়েছেন। তারা হলেন, রাহিম রায়ান নাবি ও আহমেদ করিম।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৭
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।