ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি, এনআইডি নম্বর বাধ্যতামূলক

ইসমাইল হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুন ২০, ২০১৭
৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি, এনআইডি নম্বর বাধ্যতামূলক

ঢাকা: বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন করে ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

২৪টি ক্যাডারে দুই হাজার ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।
 
মঙ্গলবার (২০ জুন) তিনি বাংলানিউজকে বলেন, কমিশনের বৈঠকে আজকের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।


 
পরীক্ষার্থীরা যাতে নিজেদের পছন্দমত উত্তর করতে পারে সেজন্য বাংলা ও ইংরেজি মাধ্যমে প্রশ্ন করা হবে বলে জানান কমিশন চেয়ারম্যান।  

প্রিলিমিনারিতে যারা ইংরেজিতে উত্তর দেবেন তাদের আবেদনের সময় উল্লেখ করতে হবে।
 
এবার দু’জন পরীক্ষক দিয়ে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, দুই পরীক্ষকের মধ্যে ২০ শতাংশ নম্বরের পার্থক্য হলে তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করা হবে।
 
আবেদনের সময় এবার এনআইড নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদ সাদিক।
 
১৩টি সাধারণ ক্যাডারে ৫২০টি পদ, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি, সাধারণ শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ অনুমোদন করা হয়েছে।  
 
অনলাইনে ১০ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। http//bpsc.teletalk.com.bd অথবা পিএসসির ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি দেওয়া যাবে।   
 
পরীক্ষার ফি ও বয়স আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান।
 
ময়মনসিংহসহ আটটি বিভাগে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।