ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে রুমমেটকে পেটানো ছাত্রকে হল ত্যাগের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
শাবিপ্রবিতে রুমমেটকে পেটানো ছাত্রকে হল ত্যাগের নির্দেশ

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুমে ব্যাঘাত ঘটানো ও উচ্চৈঃস্বরে গান বাজানোর অভিযোগে নিজের রুমমেটকে বেধড়ক পিটুনি দেওয়া শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন।

বুধবার (১৪ জুন) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দ মুজতবা আলী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট শুভজিৎ চৌধুরী।

তিনি জানান, শিক্ষার্থী রফিকুল হাসান রিফাতের উপর হামলার অভিযাগে আনোয়ার হোসেনকে তাৎক্ষণিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এটা বহিষ্কার নয়। ঘটনা উচ্চ পর্যায়ের তদন্তের জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে।

শুভজিৎ চৌধুরী বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় এখন বন্ধ, তাই ঈদের ছুটির পর তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলে এ ঘটনা ঘটে। আহত রিফাতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হলের বাসিন্দা আল আমিন বাংলানিউজকে জানান, আনোয়ারের কঠোর শাস্তির দাবিতে প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগেও আনোয়ার রিফাতকে মারধর করেছিল বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।