ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটিতে ২২ জুন থেকে বন্ধ গণবি ক্যাম্পাস

গণবিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
ঈদের ছুটিতে ২২ জুন থেকে বন্ধ গণবি ক্যাম্পাস

গণবিশ্ববিদ্যালয়(সাভার): সাভারের গণবিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডারের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী পবিত্র শব-ই-কদর, ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের  ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায় আগামী ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।

ঈদের ছুটি শেষে ২৯ জুন (বৃহস্পতিবার) থেকে ক্লাস, পরীক্ষা এবং ২৭ জুন (মঙ্গলবার) থেকে সকল অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।