ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে শিক্ষা বৃত্তি পেল ২৮ দরিদ্র শিক্ষার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
নীলফামারীতে শিক্ষা বৃত্তি পেল ২৮ দরিদ্র শিক্ষার্থী বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ছয় উপজেলার ২৮ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে এককালীন শিক্ষা বৃত্তি দিয়েছে আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিট।

বুধবার (১৪ জুন) দুপুরে নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়ায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এবার এসএসসি পাস করেছে এমন দরিদ্র শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।

এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট তিন লাখ ৩৬ হাজার টাকা দেওয়া হয়।

আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিটের কর্মসূচি সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাংবাদিক তাহমিন হক ববী, আরডিআরএস বাংলাদেশ নীলফামারী ইউনিটের ঊর্ধ্বতন কর্মসূচি ব্যবস্থাপক (ক্ষুদ্র ঋণ) গোলাম মোস্তফা, প্রকল্প সমন্বয়কারী ও স্কুল ফিডিং প্রোগ্রাম আনন্দ কুমার পাল প্রমুখ।

এসময় দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকসহ আরডিআরএস বাংলাদেশ নীলফামারী জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১২ সাল থেকে ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় নীলফামারী জেলার সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা ও সদর উপজেলার দরিদ্র মেধাবী সন্তানদের মধ্যে পিকেএসএফ এর অর্থায়নে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। এ পর্যন্ত এ বৃত্তির আওতায় ৭০ জন শিক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।