ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

১৮ জুন থেকে রাবির হল বন্ধ ঘোষণা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
১৮ জুন থেকে রাবির হল বন্ধ ঘোষণা  রাজশাহী বিশ্ববিদ্যালয় লোগো

রাবি: পবিত্র ঈদ‍ুল ফিতর ও গ্রীষ্মকালীন সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, ১৮ জুন দুপুর ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।

৩০ জুন সকাল ৯টায় পুনরায় হলগুলো খুলে দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাধ্যক্ষ পরিষদের সভায় নেওয়া এ সিদ্ধান্তের সুপারিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।