ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

বিচারপতি এসকে সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুন ১১, ২০১৭
বিচারপতি এসকে সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন বিচারপিত এসকে সিনহা স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার (১১ জুন) বিকেলে উপজেলার মাঝেরগাও গ্রামে অবস্থিত স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করা হয়।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার শাহ জালাল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর গোলাম কিবরিয়া তরফদার, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা জুন ১১, ২০১৭
বিবিবি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।