ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

শিক্ষা

ঈদ উপলক্ষে ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে ১৯ জুন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুন ৭, ২০১৭
ঈদ উপলক্ষে ইবির আবাসিক হল বন্ধ হচ্ছে ১৯ জুন

ইবি (কুষ্টিয়া): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৯ জুন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সব আবাসিক হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল। ছুটি শেষে ৪ জুলাই সকাল ৯টায় হল খোলা হবে।

বুধবার (৭ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদুর ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় ১৯ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।