ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ১৭ জুন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুন ৪, ২০১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ১৭ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের সিনেট অধিবেশন শুরু হবে আগামী ১৭ জুন।

রোববার (০৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৭ সালের বার্ষিক অধিবেশন আগামী শনিবার (১৭ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এ বার্ষিক সভা আহ্বান করেছেন।

সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন উপাচার্য।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসকেবি/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।