ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবি শিক্ষার্থীদের দাবি আদায়ে নয়া দিল্লিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জুন ৩, ২০১৭
জাবি শিক্ষার্থীদের দাবি আদায়ে নয়া দিল্লিতে মানববন্ধন জাবি শিক্ষার্থীদের দাবি আদায়ে নয়া দিল্লিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সহমর্মিতা জানিয়ে চার দফা দাবিতে মানববন্ধন করেছে নয়া দিল্লির সাউথ এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা।

শনিবার (০৩ জুন) সাউথ এশিয়ান ইউনির্ভাসিটির মাস্টার্সের শিক্ষার্থী নাঈমুল হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চার দফা দাবিতে শুক্রবার (০২ জুন) সাউথ এশিয়ান ইউনির্ভাসিটি ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

দাবিগুলো হলো আন্দোলরত শিক্ষার্থীদের ওপর যে মামলা হয়েছে তা দ্রুত প্রত্যাহার করা, ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, ক্যাম্পাসের ভেতরে শিক্ষাথীদের ওপর পুলিশের হামলার বিচার, শিক্ষার পরিবেশ সৃষ্টি করার জন্য দ্রুত হলগুলো খুলে দেওয়া।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষকসহ সার্কভুক্ত দেশগুলো থেকে পড়‍ালেখা করতে আসা অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৭
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।