ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবিতে সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুন ২, ২০১৭
হাবিপ্রবিতে সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হাবিপ্রবি-লোগো

দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  সান্ধ্যকালীন এমবিএ (৮ম ব্যাচ) -২০১৭ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুত্রবার (০২ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনে বিজনেস স্টাডিজ অনুষদের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম।

এ সময় উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর ড. মো. খালেদ হোসেন প্রমুখ।

পরীক্ষায় মোট ২২৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

ভর্তি পরীক্ষার ফলাফল ও যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওয়েব সাইট www.hstu.ac.bd থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুন ০২, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।