ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বেগম রোকেয়ার ভিসি হলেন ড. কলিমউল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ১, ২০১৭
বেগম রোকেয়ার ভিসি হলেন ড. কলিমউল্লাহ

ঢাকা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের নির্দেশে অধ্যাপক কলিমউল্লাহকে চার বছরের জন্য ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (০১ জুন) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
 
অধ্যাপক কলিমউল্লাহ বর্তমানে প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন।


 
ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন।
 
অধ্যাপক কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 
গত ৫ মে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নূর-উন-নবীর মেয়াদ শেষ হলে প্রায় এক মাস পর শীর্ষ পদে এলেন কলিমউল্লাহ।
 
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।