ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কুমিল্লায় পুনঃনিরীক্ষণে এসএসসিতে ৫৭৫ জনের ফল পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মে ৩০, ২০১৭
কুমিল্লায় পুনঃনিরীক্ষণে এসএসসিতে ৫৭৫ জনের ফল পরিবর্তন

কুমিল্লা: সদ্য ফল প্রকাশিত কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে ৫৭৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যার মধ্যে পুনঃনিরীক্ষার জন্য আবেদনকৃত বিষয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে এ ফলাফল প্রকাশিত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায়, ৩০ হাজার ২৪০ পরীক্ষার্থী ৬৪ হাজার ৮৮৯টি উত্তরপত্রের পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলো। এর মধ্যে গণিতে সর্বোচ্চ আবেদন করেছে ৭ হাজার ৬৭ জন এবং ইংরেজি বিষয়ে আবেদন করেছে ৪ হাজার ৪৫৯ জন। পুনঃনিরীক্ষায় ৫৭৫ জনের ফলাফল পরিবর্তন হয়েছে এবং ৪৪ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য আবেদনকারীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩৯ জন। অন্যান্য বিষয়ে ৩৯২ জনের জিপিএ গ্রেড পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, মে ৩১, ২০১৭
এমসি/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।