ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি উপাচার্যকে কর্মচারী সমিতির সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, মে ৩০, ২০১৭
যবিপ্রবি উপাচার্যকে কর্মচারী সমিতির সংবর্ধনা যবিপ্রবি উপাচার্যকে কর্মচারী সমিতির সংবর্ধনা-ছবি: বাংলানিউজ

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে যবিপ্রবি কর্মচারী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় এসব কথা বলেন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

এসময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের উদ্দেশে বলেন, সব কাজ সমান।

কাজের ক্ষেত্রে কোনো ছোট-বড় নেই। সব ধরনের কাজ করলে সম্মান চলে যাবে, এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সবার প্রচেষ্টায় এ বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মানের বিশ্ববিদ্যালয় করবো ।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পৃক্ততার কথা উল্লেখ করে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের স্বার্থ রক্ষার আন্দোলন করতে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। তাকে মুচলেকা দিয়ে ছাত্রত্ব ফিরিয়ে নেওয়ার কথা বললেও তিনি তা করেননি।

বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে, তার রেখে যাওয়া কাজ আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে।

কর্মচারী সমিতির সভাপতি সাজ্জাদুল আলম রনির সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরও বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।

সংবর্ধনা সভা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ফারহানা পাভরীন ও এস এম রাজু আজমেদ।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মে ৩০, ২০১৭
ইউজি/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।