ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শিক্ষক আল জাবিরকে হত্যার হুমকি দেওয়ায় প্রতিবাদ কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ২৮, ২০১৭
শিক্ষক আল জাবিরকে হত্যার হুমকি দেওয়ায় প্রতিবাদ কর্মসূচি

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আল জাবিরকে হত্যার হুমকিসহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (২৯ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, কর্মসূচিতে শিক্ষকমণ্ডলীসহ সব ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মে ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।