ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশালে শিক্ষা বাজেট নিয়ে সেমিনার, মুক্ত আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মে ২৬, ২০১৭
বরিশালে শিক্ষা বাজেট নিয়ে সেমিনার, মুক্ত আলোচনা বরিশালে শিক্ষা বাজেট নিয়ে সেমিনার-মুক্ত আলোচনা

বরিশাল: আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ‘কেমন চাই শিক্ষা বাজেট’ নিয়ে বরিশালে সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার আয়োজনে শুক্রবার (২৬ মে) বেলা ১১টায় শহরের অশ্বিনী কুমার হলে এ সেমিনার ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যাপক ফরিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ। প্রবন্ধ উপস্থাপনা করেন সমকাল উপ-সম্পদক অজয় দাশগুপ্ত।

বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, শিক্ষক নেতা তোফায়েল আহমেদ, কাজী মজিবর রহমান প্রমুখ।

মুক্ত আলোচনায় শিক্ষকরা বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ শিক্ষকদের মান উন্নয়নে বাজেট বরাদ্দের আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাকে জাতীয়করণের জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৬, ২০১৭
এমএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।