ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

অন্ধকার নয়, দেশে আলোকিত মানুষ চাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
অন্ধকার নয়, দেশে আলোকিত মানুষ চাই নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, আমরা অন্ধকারের জীবন চাই না, আমরা দেশে আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ হতে হলে শুধু পাঠ্যপুস্তকে নিজেদের সীমাবদ্ধ রাখা যাবে না। অনেক বেশি পড়তে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে।

পরীক্ষার ফল কতোটা ভালো করলাম, কি গ্রেড পেলাম এটি নিয়ে ব্যস্ত থাকলে চলবে না। আর ভালো ফল করার জন্য নিদিষ্ট কতোগুলো প্রশ্ন মুখস্থ করলে প্রকৃত জ্ঞানী হওয়া যায় না।

এজন্য সৃজনশীলতার ওপর জোর দিতে হবে, বলেন মন্ত্রী।

বুধবার (২৪ মে) দুপুরে নীলফামারী সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নীলফামারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ হোসেন, নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষক ওবায়দুল আনোয়ার, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আনিকা নাওয়ার, নার্গিস পারভিন, দিনবন্ধু রায় প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, সে হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অগ্রসর হচ্ছে, এখন মানুষ এগিয়ে যাচ্ছে কি না সেটা দেখতে হবে।

আমরা জেনে শুনে পচা মাছ কিনবো না। সাংস্কৃতির ক্ষেত্রেও সেটা মানতে হবে। এখন ইন্টারনেটের যুগ, আকাশ সংস্কৃতি বন্ধ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
 
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে কলেজের শিক্ষার্থীরা  স্নাতক ও ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।